রোহিতের ফেরার ম্যাচে ভারতের দাপুটে জয়

খবর ডেস্ক :
টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে -ভারতীয় ক্রিকেটাআঙ্গনে এমন গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছিল ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই।একের পর এক সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সংক্ষিপ্ত সংস্করণে ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করেছিলেন খোদ এই ভারতীয় তারকা নিজেও। তবে সব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন রোহিত শর্মা।

যদিও প্রত্যাবর্তনটা একেবারেই সুখকর হয়নি এই ভারতীয় ক্যাপ্টেনের। আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। এরপরেও জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি ভারতীয়। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের দেওয়া ১৫৯ রানের টার্গেট ১৫ বল আর ৬ উইকেটে হাতে রেখেই টপকে যায় স্বাগতিকেরা।

যদিও দলের মূল তারকা স্পিনার রশিদ খানকে ছাড়া খেলতে নামা আফগানিস্তান অবশ্য রোহিতের(০) পর আরেক বিস্ফোরক ওপেনার শুভমান গিলকেও(২২) ফিরিয়ে আশা তৈরি করেছিল।

তবে শিবম দুবের ৪০ বলে ৬০ রানের হার না মানা ইনিংসের পাশাপাশি জিতেশ শর্মা (২০ বলে ৩১) রিংকু সিংয়ের (৯ বলে ১৬ রানে) সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এর আগে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও অধিনায়ক ইব্রাহিম জাদরান ভালো শুরু এনে দিয়েছিলেন আফগানিস্তানকে। দুজনে মিলে ৭.৫ ওভারে উদ্বোধনী জুটিতে তোলেন ৫০ রান। কিন্তু ৩ বলের মধ্যে দুজনই ফিরে যান। এরপর আজমতউল্লাহ ওমরজাই ২২ বলে ২৯ রান করলেও ৩০ বছর বয়সে আফগানিস্তানের পক্ষে টি-টোয়েন্টি অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেননি রহমত শাহ। মাত্র ৩ রান করে আউট হয়েছেন তিনি

এরপর ২৭ বলে ২ চার ও ৩ ছয়ে মোহাম্মদ নবীর ৪২ এবং ১১ বলে নজিবউল্লাহ জাদরানের অপরাজিত ১৯ রানে ৫ উইকেটে ১৫৮ রান তুলতে পারে আফগানিস্তান। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ১৪ই জানুয়ারি মুখোমুখি হবে এই দুই দল।মেজ দিয়ে টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন আরেক তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি।

মন্তব্য করুন