
নিজস্ব প্রতিনিধি : রোয়াংছড়ি থানা এলাকায় সংগঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তার সংক্রান্তে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০ সেপ্টেম্বর ২০২৫ইং, শনিবার বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
উক্ত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মহোদয় বান্দরবান জেলার রোয়াংছড়ি থানা এলাকায় সংগঠিত চাঞ্চল্যকর অমন্ত সেন তঞ্চঙ্গা হত্যার রহস্য, মোটিভ এবং গ্রেপ্তারকৃত আসামি এবং মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্তে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফিং করেন।
এসময় জনাব আবদুল করিম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।