
শৈলুমং মার্মা, রুমা : রুমায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আজ আনুমানিক দুপুর আড়াইটার ঘটিকায় ২নং রুমা সদর ইউপি ৩নং ওয়ার্ড এ অন্তর্ভুক্ত কোওয়াসে পাড়ায় এ ঘটনা ঘটে। এতে ২ পরিবারের ২টি বসতবাড়ি অগ্নিসংযোগে পুড়ে ছাই হয়ে যায়। পুরো বসতবাড়ি পুড়ে যাওয়ায় পরিবার ২টি আজ নিঃস্ব।
ক্ষতিগ্রস্তরা সমাজের বিত্তবান ও মানবিক সংস্থার প্রতি এগিয়ে আসার আহবান জানান।