রাসেলস ভাইপার সাপের কামড়ে করণীয় ও চিকিৎসা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত-

সেলিম চৌধুরী রংপুর থেকে :

বুধবার (৯ জুলাই) রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের আয়োজনে রাসেলস ভাইপার সাপের কামড়ে করনীয় ও চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
কলেজের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহ মোঃ সারোয়ার জাহান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাঃ মোঃ মাহফুজুর রহমান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাহফুজ উল আনোয়ার। তিনি বলেন, সাপের কামড়ের চিকিৎসার জন্য হাসপাতালে এন্টিভেনমের মজুদ আছে। দ্রুত রোগীকে হাসপাতালে নিলে মৃত্যু ঝুঁকি কমবে।
সেমিনারে রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকরা ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন