
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য জনমত গঠনের লক্ষ্যে পদুয়া ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার পদুয়া এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে পদুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আলম এর সভাপতিত্বে ও পদুয়া ইউনিয়ন কৃষক দলের সংগঠক সাহাব উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মহসীন চৌধুরী রানা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হাসেম।
এসময় আরো উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সব্বির আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের আহমদ, লোহাগাড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুস সালাম, লোহাগাড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল হক, পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিক আলম, পদুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন, পদুয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, সমিরণ বাবু, কৃষকদল নেতা গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হানে আলম, পদুয়া ইউনিয়ন যুবদল নেতা শাহ আলম ও কৃষকদল নেতা ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।