রাজধানীতে মধ্যরাতে সচিবালয়ে আগুন, ফায়ার সার্ভিস কর্মকর্তাকে গাড়িচাপা

স ম জিয়াউর রহমান : রাজধানীর রমনা থানা এলাকার সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭নং নম্বর ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আজ ২৫ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলেই পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও, পরে বাড়িয়ে ১৮টি করা হয়।
ঘটনাস্থল থেকে ১জন দমকল কর্মী জানিয়েছেন, ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ক্রমেই তা বাড়ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। তাঁরা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এ ছাড়া অনেক সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে।
রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।

ফায়ার সার্ভিসকর্মীকে চাপা দিয়ে পালালো ট্রাক!

ট্রাক চাপায় আহত ফায়ার সার্ভিস কর্মকর্তা।
এদিকে, উক্ত মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ার সার্ভিসের ১ কর্মীকে গাড়িচাপা দিয়ে পালিয়ে গেছে একটি ট্রাক। আজ ২৫ ডিসেম্বর বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত ফায়ার সার্ভিস কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন