
সোস্যাল মিডিয়া ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানার ওসি ওমর আলীর অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৮ মে) বিকেলে উপজেলা সদরের ইছাখালি এলাকায় সর্বস্তরের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, থানার ওসি নিরীহ মানুষকে হয়রানি করছে। থানায় সেবা নিতে যাওয়া মানুষের সাথে প্রতিনিয়ত দূর্ব্যবহার করেন। মানববন্ধন থেকে অবিলম্বে তার অপসারণ দাবি করা হয়।
মানববন্ধনে আসা ভুক্তভোগী আহমদুল হক অভিযোগ করে বলেন, ” সম্প্রতি আমার মেয়েকে তুলে নিয়ে অপহরণ করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে ওসি এটি গ্রহন না করে বিভিন্ন অশালীন গালিগালাজ ও টাকার জন্য চাপ প্রয়োগ করে। আমি টাকা দিতে অস্বীকার করলে থানার ওসি বিবাদীদের কাছ থেকে টাকা নিয়ে আমার মেয়েকে উদ্ধারে অনীহা প্রকাশ করে। এই বিষয়ে থানায় একাধিকবার গেলে আমাকে নানা রকম ভয়ভীতি দেখায়। বেশি বাড়াবাড়ি করলে আমাকে ভুয়া মামলা দিয়ে জেলে পাঠাবে হুমকি দেয়। আমি মসজিদের ইমাম। অনেক কষ্ট করে ইমামতি করে ছেলে-মেয়েদের বড় করে তুলেছি। থানার ওসির এমন ব্যবহারে আমাকে নানা রকম মানসিক চাপে আমার জীবন বিপর্যয় হয়ে পড়েছে।