
নিজস্ব প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ ১ যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন সাধারণ জনতা। অপরদিকে জানে আলম নামে ১ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল (২ ডিসেম্বর) সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড রশিদিয়া পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসেন।
এ সময় তার কাছ থেকে ১নলা একটি (৫০” লম্বা) বন্দুক জব্দ করা হয়। তার নাম মো. শওকত (২৮)। সে ওই এলাকার মোকাম মেম্বার বাড়ির আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে অবৈধ বালি দখলকে কেন্দ্র করে গ্রেফতার শওকত ও তার সহযোগিদের সাথে একই এলাকার অপর কিছু যুবকের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার রাতে মোটরসাইকেল যোগে অস্ত্রহাতে ঘটনাস্থলে এলে স্থানীয় উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলেন এবং অস্ত্রসহ হাতেনাতে ধরে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতারকৃত শওকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। কাল মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।
রাঙ্গুনিয়ার সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার
রাউজানের নোয়াপাড়ার সন্ত্রাসী জানে আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক।
২ ডিসেম্বর (সোমবার) রাতে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকা থেকে তাকে যৌথবাহিনীর একটি দল গ্রেপ্তার করে বলে রাউজান থানা পুলিশ নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত আসামি নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আবদুল ছালামের ছেলে।
এ প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর বলেন ‘রাতে (সোমবার) আমাদের র্যাব-৭ জানিয়েছেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে জানে আলম নামের ১ আসামিকে নগরী থেকে আটক করেছে।
তাকে র্যাব-৭ থেকে রাউজান থানায় নিয়ে আসার জন্য (সোমবার রাতে) পুলিশ পাঠানো হয়েছে। তাকে ডিভিতে পাঠানো হতে পারে।
রাউজান থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী রাতে সাংবাদিকদের বলেন বলেন, ‘জানে আলম আটক হয়েছে, তার বিরুদ্ধে বেশকিছু মামলার সন্ধান পাওয়া গেছে। আরো কিছু মামলা থাকতে পারে। তা খতিয়ে দেখছি।আ