রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

আহমদ বিলাল খান : তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক (রু.দা.) রাহুল বনিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভিন আখতার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন।

প্রধান বক্তা উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর বক্তব্যে বলেন, নারীদের মানসিকভাবে দৃঢ় হবার পাশাপাশি দায়িত্ব নেওয়া ও নিজেদের যোগ্য প্রমাণ করার জন্য প্রস্তুত হতে হবে। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীরা যাতে নিজেদের পড়াশোনায় যত্নশীল হবার পাশাপাশি নিজের ও পরিবারের সকল নারীর স্বাস্থ্যের বিষয়েও সজাগ থাকে।

সমাপনী বক্তব্যে সভাপতি তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বাল্যবিবাহ, গুজব, মানব পাচার, মাদক, সাম্প্রদায়িকতা ইত্যাদি অভিশাপ থেকে মুক্ত হতে সচেতনতা তৈরির মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার প্রতি নারীদের আহ্বান জানান।

মন্তব্য করুন