
সেলিম চৌধুরী, বিভাগীয় প্রতিনিধি, রংপুর :
দরজায় কড়া নাড়ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে রংপুরের কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন উপস্থাপক, সংগঠক করোনাযোদ্ধা মো: মাহমুদুল হাসান পিন্টু,
ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই মানসিক প্রস্ততি ও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিনিয়ত গণসংযোগ সহ প্রচার প্রচারণায় দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন তিনি। ১০ ই ফেব্রুয়ারি শনিবার দুপুরে সৌজন্য সাক্ষাৎকালে কাউনিয়া উপজেলা বাসীর নিকট দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন তিনি।
মাহমুদুল হাসান পিন্টু, বর্তমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়া তিনি সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন, জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক,৷কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্টাতা সভাপতি, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেতার রংপুরের উপস্থাপক, উপজেলা করোনা মেকাবেলার সেচ্ছাসেবক ও দাফন টিমের টিম লিটার সহ বিভিন্ন সামাজিক গঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পোস্টার, ফেস্টুন, ব্যানার, গণসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বাসির নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করে চলেছেন,
মাহমুদুল হাসান পিন্টু তিনি তৃণমূল থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন।
উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান পিন্টু এ প্রতিবেদককে বলেন, আমি ও আমার পরিবার দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। তাই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আলোকিত কাউনিয়া উপজেলা গড়ার লক্ষ্যে আমি উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি শতভাগ আশাবাদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে সকলের সেবা করার সুযোগ দিবেন কাউনিয়া উপজেলাবাসি। সর্বোপরি এই কর্মজজ্ঞে আমি উপজেলার দলীয় নেতাকর্মীসহ সকলের দোয়া,আর্শিবাদ, পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করি।