রংপুরের কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন

সেলিম চৌধুরী,বিভাগীয় প্রধান
রংপুর :
কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ নানা কর্মসূচীর মধ্যে পালিত হয়েছে।
ঐতিহাসিক দিবসে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হকের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম,উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন সাথী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা ফারজানা ইয়াছমিন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার প্রমুখ। আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে চিত্রাংকন, বঙ্গবন্ধুর ভাষণ, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন