সংবাদ প্রকাশের জের, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক : যুগান্তরে সংবাদ প্রকাশের পর রাজধানীর মিরপুরের শাহ আলী থানার ২ ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম।

বৃহস্পতিবার ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক প্রেস বিঞ্জপ্তিতে এই তথ্য জানান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক বদিউজ্জামান বিপ্লব।

ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ নাসির ও সাধারণ সম্পদক জুয়েল হাসান রাজ এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

বহিষ্কার হওয়া এই ২ ছাত্রদল নেতা হলেন শাহ আলী থানা ছাত্রদল নেতা মো. সাব্বির হোসেন সজিব ও মানিক। বৃহস্পতিবার যুগান্তর অনলাইনে ‘মিরপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে ফলের আড়ত দখল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পশ্চিমের দপ্তর সম্পাদক বদিউজ্জামান বিপ্লব বলেন, দলীয় শৃঙ্খলা ভঙের কারণে ছাত্রদলের এই ২ নেতাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।যু

মন্তব্য করুন