
এক উৎসবমুখর পরিবেশে মোস্তফা জহির আদর্শ বিদ্যা নিকেতনের অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৫ এর পুরস্কার বিতরণ ও ২৪ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬শে জানুয়ারি রবিবার সকাল ১১.০০টায় বিদ্যালয় পাশ্বস্থ মাঠে অভিভাবক ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মোস্তফা জহির আদর্শ বিদ্যা নিকেতনের সম্মানিত প্রধান শিক্ষিকা মোছাম্মৎ রুমা আক্তার এর সভাপতিত্বে সহকারি শিক্ষক মো: ওসমান হোসেন সাকিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মোস্তফা জহির আদর্শ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক, শ্রদ্ধাভাজন মো: সলিমুল্লাহ স্যার।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- অনুপ স্যার, আবু সুফিয়ান মোহাম্মদ বাবর স্যার, আফসানা আকতার মিম ম্যাম, জেরিন ম্যাম, জেসমিন ম্যাম, রোকসানা ম্যাম, জেসি ম্যাম। সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা জেবরু আকতার পারুল ম্যাম, মিতু ম্যাম ও শিক্ষক কাজী আল ইমরান শাকিল স্যারসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। যাহাদের উপস্থিতি আমাদের আয়োজনে প্রাণবন্ততা এনেছে। শিক্ষার্থীবান্ধব এই বিদ্যালয়ের শিখন ও পঠন পদ্ধতি, সহ-শিক্ষা কার্যক্রমসহ সকল বিষয়ে সন্তুষ্টির আবহ বইছে অভিভাবকদের কাছে, যেটা আজ বক্তব্যে প্রমাণিত। মুখস্থ বিদ্যায় নয়, মৌলিক বিষয়ে পারদর্শীতা, সুশিক্ষিত ও নৈতিকবোধ সম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে বিদ্যাপীঠটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাম অভিভাবকদের উদ্দেশ্য বলেন, “আমাদের বিদ্যালয়টি সম্পূর্ণ শিক্ষার্থী ও অভিভাবকবান্ধব একটি প্রতিষ্ঠান। আপনাদের পরামর্শ, দিকনির্দেশনা আমাদের চলার পথকে প্রগতিশীল করে তুলবে। পূর্বের ন্যায় তিনি সম্মানিত অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
সর্বশেষ কৃতি শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।