
অনলাইন ডেস্ক : বিনা নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়মবহির্ভূতভাবে নিজের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়ে মাসে ৮ লাখ টাকা বেতন দিতেন বলে অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে।
রাজধানীর মোহাম্মদপুর থানার দায়েরকৃত ৩টি হত্যা মামলায় আদালতে শুনানি শেষে সাংবাদিকদের এই তথ্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আদালতে নেওয়া হয়।
গ্রেফতারের পর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করে বলেন, বিনা চাকরির বিজ্ঞপ্তিতে নিজের কন্যাকে হিট অফিসার নিয়োগ দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে মাসে ৮ লাভ টাকা বেতন দেওয়া হয়েছে। সে নামেমাত্র কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়ে আমাদের দেখিয়েছে যে সে নাকি হিট কমাচ্ছে। আতিক সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য রাজনীতিতে আসে এবং সকাল আটটার মধ্যেই ব্যালট বাক্স ভরে নিজেকে মেয়ের ঘোষণা করে।
এ ঘটনার ফেসবুকে নেটিজেনরা তার ব্যাপক সমালোচনা করেছেন। বেশিরভাগই তার বিচার দাবি করেছেন।
এমডি রাসেল নামে একজন ফেসবুকে লিখেছেন, সঠিক তদন্ত করে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং দেশের কাজে লাগানো হোক।
মো. মজিবুল হক মোল্লা নামে একজন ফেসবুকে লিখেছেন, বুশরা আফরিনকে নিয়োগ দেওয়ার পরে দেশের গরম আরও বেড়ে গেছিলো।
খোলা চিঠি নামে একজন লিখেছেন, কিভাবে এরা দেশকে লুট করেছ কল্পনা করা যায়।
মো. ইদ্রিস নামে একজন লিখেছেন, যে যাই বলুন না কেন; আওয়ামী লীগের পাপ অতিরিক্ত হয়ে গিয়েছিল! যার কারণে এমন গণ অভ্যুত্থানের জন্ম হয়েছে। এ থেকে সব দল ও মানুষকে শিক্ষা নেওয়া উচিত।
মো. মুনতাজুর রহমান নামে একজন লিখেছেন, বুশরা আফরিনকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। আতিকুল ইসলামের মেয়ে যত টাকা নিয়েছে ওই টাকা ফেরত চাই।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারিত করেছে অন্তবর্তীকালীন সরকার। শতাধিক মামলা হয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। এ তালিকায় বাদ যাননি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রগণও। এসকল মামলার প্রেক্ষিতে প্রায় ২ মাস আত্মগোপন থাকার পর বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মহাখালী থেকে গ্রেফতার করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে।ই