
খবর ডেস্ক :
নগরীর মুরাদপুর এলাকার মোটরপার্টসের দোকানের ২ কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত আটটার দিকে সিরাজ শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. নওশাদ ও মো. মুন্না।
ব্যবসায়ীরা অভিযোগ করেন- স্থানীয় বখাটেদের ১টি গ্রুপ এ ঘটনা ঘটায়। সিরাজ শপিং কমপ্লেক্সে দোকান সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, ‘রাতে দু’জন ক্রেতা সৈয়দ আটোপার্টসের দোকানে আসেন। এসময় ৪/৫ জন বখাটে ২ ক্রেতাদের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। বিষয়টি দেখে দোকানের কর্মচারীরা উভয় পক্ষকে দোকানের বাহিরে চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ২০/২৫ জন কিশোর এসে দোকানের ২ কর্মচারীকে বেধড়ক মারধর করে। এতে দোকান কর্মচারী নওশাদের মাথা ফেটে যায়। বর্তমানে তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সাংবাদিকদের বলেন, এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।