মীরসরাই উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণত ছাত্র ছাত্রীদের রেজিস্ট্যাস কর্মসূচী পালন।

মীরজাদা সোহেল : ১৫ই আগস্ট”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর ব্যানারে সপ্তাহব্যাপী “রেজিস্ট্যান্স উইক” এর অংশ হিসেবে সারাদেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি অংশ হিসেবে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় সাধারণ  ছাত্র-জনতার কর্মসূচী পালন । এই সময়: সকাল ১০টা পূর্ব নির্ধারিত সময়ে ছাত্র ছাএীরা মীরসরাই উপজেলার শহীদ মিনারে উপস্থিত হয় এবং বিভিন্ন শ্লোগানে লিখিত প্লেকার্ড হাতে মীরসরাই উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।সৈরাচার ফ্যাসিস্ট  শেখ হাসিনার ফাঁসি ও অন্যান্য দোসর সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে। মিছিল শেষে নিম্ন লিখিত কেন্দ্রীয় দাবি পাঠ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের।
খুনি হাসিনার বিচার সহ চার দফা দাবি সমূহঃ
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ দল সহ যারা  পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে ।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
উক্ত কর্মসূচীতে মীরসরাই উপজেলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ও বিভিন্ন ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়নের প্রতিনিধি  তানিশা চৌধুরী
আসিফ হোসেন,শেখ সাজ্জাদ, তানভীর, তারেক, আজিজ, মীরজাদা সোহেল,আদিভা,সাদিয়া, তাছমিয়া করিম আনিকা,মাসফিকা তামান্না ঊর্মি,জেনিন সুলতানা ঐশি,ইসমত আরা জেনি,সাইফুর রহমান মারুফ,মোহাম্মদ ইফতেহান,মুহাম্মদ মুসলিম,মোঃ মহিন উদ্দিন,তায়াসুক গিভনী,মারুফ হাসান,শাহরিয়ার,মুসলিম উদ্দিন বক্তব্য রাখেন এবং কর্মসূচীতে অংশগ্রহন করেন।

মন্তব্য করুন