
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বিজয় দিবস উপলক্ষে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে গাড়িচাপায় আলী হোসেন (৩৭) নামের ১ যুবদলকর্মীর মৃত্যু হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আলী হোসেন উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার আখেরুজ্জামানের ছেলে।
সূত্রে জানা গেছে, রোববার রাতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দলের নেতাকর্মীদের সাথে আলী হোসেন নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন। তখন দ্রুতগতির ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস পেছনে থাকা আলী হোসেনকে ধাক্কা দিয়ে সড়কের বাইরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, রোববার রাতে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
তখন সড়কের পাশ ধরে হেঁটে যাওয়া পথচারীদের ১জনের সাথে ধাক্কা লাগলে আলী হোসেন নামের ১জন ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়।আ