
মানিয়ে নিতে হবে
তাহেরা খাতুন-
মেয়ে হয়ে জন্মেছিস
এতো কথা বলতে নেই
নিজের ইচ্ছেয় চলতে নেই
হচ্ছে যা কিংবা হবে
সবকিছু মানিয়ে নিতে হবে।
একটু আগেই যেন বেড়ে উঠে
পাড়ার লোকের টাটায় চোখে
মেয়েতো নয় আগুনের গোলা
এমনি তর কেমন চলা
কিছু তুই বলিস না তবে
সব তোর মানিয়ে নিতে হবে।
পরের ঘরে যখন যাবি
সবার মনের মতো হবি
ভোর থেকে রাত অবধি
সাংসারিক কাজে ব্যেস্ত থাকবি
নিজের সুখ ভুলেই যাবি
সব কিছুই মানিয়ে নিবি।
নেশার ঘোরে যখন স্বামী
হাত উঠাবে তোর গায়ে
চুপ করে সয়ে যাবি
বলতে গেলে লজ্জা পাবি
শাশুড়ি মা ডেকে বলবে
একদিন সব ঠিক হবে
সব কিছুই মানিয়ে নেবে।
জীবন আয়ু যায় কমে
দিনেদিনে ক্ষমতা হীনে
সবার মন যায় না রাখা
অনুযোগ তার বেড়েই চলে
অপয়া অলক্ষি সবাই বলে
সংসার গেলো রসাতলে
তবুও তুই চুপ রইবি
সব কিছুই মানিয়ে নিবি।
বাবার বাড়ি স্বামীর বাড়ি
অতিথি দিন দুই চারি
অবহেলায় হবি তুই বুড়ি
জীবন তখন যগা খিচুড়ি
ছেলের বাড়ি মেয়ের বাড়ি
ভাতের হাড়ি কাড়াকাড়ি
মেয়ে তুই কি বলবি
সব কিছুই মানিয়ে নিবি।
তাহেরা খাতুন- ফেইজবুক সূত্রে।