
মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতাল
খবর ডেস্ক :
অর্থনৈতিক সংকটের কারণে দেশের সীমিত ও নিম্ন-আয়ের মানুষের সরকারি হাসপাতালের ওপর নির্ভরতা বাড়ছে। দুঃখজনক হলো, জনবল ও অবকাঠামোগত সংকটে বহু সরকারি হাসপাতাল রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না।
জানা যায়, চিকিৎসক-নার্সসহ বিভিন্ন পদে প্রয়োজনীয় জনবল সংকটে খুঁড়িয়ে চলছে রাজধানীর মিরপুরের ২০০ শয্যাবিশিষ্ট সরকারি মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতাল এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ৩ বছর আগে চালু হওয়া অত্যাধুনিক বিশেষায়িত এ চিকিৎসাকেন্দ্রে চিকিৎসক-নার্সসহ মোট জনবলের প্রায় ৭১ শতাংশ পদই শূন্য। বিদ্যমান পরিস্থিতিতে অন্য হাসপাতাল থেকে প্রেষণে জনবল এনে অনেকটা জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে এ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম। জনবল সংকটে হাসপাতাল কর্তৃপক্ষ নির্দিষ্টসংখ্যক রোগীর বেশি সেবা দিতে পারে না। এতে প্রতিদিন অনেক রোগীকে সেবা না নিয়েই ফিরে যেতে হচ্ছে। সংকটাপন্ন নবজাতকদের সেবায় ২০টি নিবিড় পরিচর্যাকেন্দ্র (স্ক্যান) ও শিশু বিভাগ দেখভালে মাত্র ৬জন চিকিৎসক ও ৪জন আয়া কাজ করছেন। এ ইউনিটে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক-নার্স না থাকায় বাইরের নবজাতকদের ভর্তি করা হয় না। একই কারণে বড়দের জন্য ৫টি আইসিইউ বেড, একটি স্টেপডাউন, একটা ভেন্টিলেটর মেশিন চালু করা সম্ভব হচ্ছে না। এমনকি ভর্তি রোগীদের জন্য হাসপাতাল থেকে খাদ্য সরবরাহও চালু হয়নি।