মাইক্রো বাসের ভিতরের দৃশ্য দেখে অপহরণ ধারণা

মাইক্রো বাসের ভিতরের দৃশ্য দেখে অপহরণ ধারণা করেছে সচেতন ব্যক্তিরা। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি সাদা নোহা গাড়ি দক্ষিণ দিকে যাচ্ছিল।
ঘটনাটি সাতকানিয়ার হাসমতের দোকানেস্থ চট্টগ্রাম-কক্সবাজার রোডে সূত্রে প্রকাশ। কক্সবাজারের দিকে যাওয়া সাদা মাইক্রোবাস গাড়িটির ভিতরের দৃশ্য দেখে সন্দেহ হলে এক পথচারি ভিডিও ধারণ করতে থাকে। ৩০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে ১জন পুরুষ যুবককে অন্যরা গলাই কাপড় দিয়ে বাধার দৃশ্য। ধারণা করা হচ্ছে কোন চাঁদাবাজ, খুনি ও সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। সে উক্ত ভিডিওটি তুলে সামাজিক ফেইজবুকে প্রচার করে।

মন্তব্য করুন