মহেশখালীতে লবণ মাঠে চাষি সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যা

খবর ডেস্ক :
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় লবণ মাঠে ২ পক্ষের সংঘর্ষে ১ চাষি নিহত হয়েছে। শনিবার (০২ মার্চ) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চাষির নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি বড় মহেশখালী মুন্সীর ডেইল এলাকার গোলাম কুদ্দুসের পুত্র।

নিহত সাইফুলের ভাই ওসমান গণি বলেন, এই লবণের মাঠ নিয়ে সোনাদিয়ার পশ্চিম ও পূর্ব পাড়ার মানুষের মাঝে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সাথে আমার ভাইয়ের কোন সম্পর্ক নেই। তিনি মূলত: জমি বর্গা নিয়ে চাষ করেন।

সকালে তিনি মাঠে কাজ করতে গেলে সাদ্দাম গ্রুপের মানুষ তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ‘লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন