
স ম জিয়াউর রহমান : গত ১৬ সেপ্টেম্বর বাদ জোহর হতে ১ম অধিবেশন আশেকানে গাউসিয়া হক ভণ্ডারী বিবিরহাট শাখা কর্তৃক আয়োজিত বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৩৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহান ২৬ আশ্বিন উপলক্ষে এবং পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে “মহিলা মৃত ব্যাক্তির কাফন-দাফন প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা” বিবিরহাট রাজঘাটস্থ আমির হোসেন বেকারির বাড়িতে ইয়াছমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের এডভোকেট ও আলোর পথের সিনিয়র সদস্য এডভোকেট শাহজাদী ইয়াছমিন মুক্তা।
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আলোর পথের সিনিয়র সদস্য উম্মে আল আসফিয়া।
বিশেষ আলোচক তার বক্তব্যে মহিলাদের পর্দাসহ বিভিন্ন মাস-আলা মাসায়েল তুলে ধরেন।
প্রধান আলোচক মৃত ব্যাক্তির দাফন-কাফন প্রশিক্ষণ প্রদান করেন এবং নামাজের মাস-আলা মাসায়েলসহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক আলোচনা করেন যা প্রতিটি মহিলার দৈনন্দিন জীবনে খুব বেশি প্রয়োজন হয়।
পরে আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার আওতাধীন সকল মহিলা সদস্যদের মতামতের ভিত্তিতে খাদেমে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম মাইজভাণ্ডারী (রহঃ) এর সহধর্মিণী ইয়াছমিন আক্তারকে সভাপতি এবং নার্গিস আক্তারকে সাধারণ সম্পাদক করে একটি মহিলা শাখা গঠণ করা হয়।
পরিশেষে মিলাদ শরীফ, মুনাজাত ও তাবারুক বিতরনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।