
নিজস্ব প্রতিনিধি : পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ঘটক সেজে মেয়েদের সংগৃহিত নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একটি প্রতারক চক্র দীর্ঘদিন গরীব নিরীহ পরিবারকে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল।
অবশেষে পটিয়া থানা পুলিশের ১টি টিম সাতকানিয়া থানা পুলিশের সহায়তায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় তাদের বর্তমান ঠিকানা বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা খৈয়াখালী থেকে প্রতারক মফিজুর রহমান (৫৬) ও তার ২য় স্ত্রী জুবায়দা বেগম (৩০) কে গ্রেফতার করে।
তাদের স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার পেকুয়া থানার জালিয়াখালী বলে পুলিশ জানায়।
এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন উদ্বার করা হয়। এতে বেশ কয়েকজন তরুণীর নগ্ন ছবি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেক তরুণীর পরিবারের কাছ থেকে নগ্ন ছবির ভয় দেখিয়ে টাকা দাবির বিষয়টি স্বীকার করে।
পুলিশ জানায়, লাজ-লজ্জার ভয়ে ভিকটিমের পরিবার থানা পুলিশের নিকট কোন অভিযোগ করেনি। মোবাইলে থাকা নগ্ন ছবিগুলোর মধ্যে পটিয়া থানায় অভিযোগ দেওয়া ভুক্তভোগী মেয়ের অনেকগুলো নগ্ন ছবি সংরক্ষিত ছিল।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা কয়েকটি নগ্ন ছবি বিভিন্ন ইমো নাম্বারে পাঠানোর কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তারা আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।আ