
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পাথর বোঝায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতোয়ার হোসেন (৪৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার নবীনগর মাদ্রাসার সামনে। নিহত আতোয়ার রহমান নাটশাল গ্রামের মৃত মোফিল মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মহাদেবপুর বাজার থেকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আতোয়ার। বাড়ির অদূরে নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে (নাটশাল বিএম কলেজ) বকাপুর মোড় নামক স্থানে পৌঁছালে পিছন থেকে আসা দ্রতগামী পাথর বোঝায় একটি ড্রামট্রাক তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। গ্রামবাসীরা ধাওয়া করে ঘাতক চালকসহ ট্রাকটি আটক করে। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জনগণের হাতে আটক ট্রাক ও ট্রাকটির চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।