মরিয়া চেষ্টা করেও পারল না অস্ট্রিয়া,কোয়ার্টার ফাইনালে তুরষ্ক

অনলাইন ডেস্ক : ধাক্কাটা খুব দ্রুতই খেয়ে বসে অস্ট্রিয়া। ম্যাচের দ্বিতীয় মিনিটে সে গোল হজমের পর পাল্টা আক্রমণে গেলেও মিলছিলনা সমতা।খেলার বিপরীতে দ্বিতীয়ার্ধে হজম করে বসে আরও একটি গোল।এরপর ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেছিল অস্ট্রিয়া, তবে শেষ পর্যন্ত তুরষ্কের গোলরক্ষক বীরত্বে তা আর পারেনি।

লাইপজিগে মঙ্গলবার রাতে শেষ ষোলোর জমজমাট লড়াইয়ে ২-১ গোলে জিতেছে তুর্কিয়ে।জোড়া গোল করে তুরষ্কের জয়ের নায়ক মেরিহ দেমিরাল।অস্ট্রিয়ার একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড মিখায়েল।

এদিন ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটের মাথায় দেমিরাল দলকে এগিয়ে দেন।রিয়াল তারকা আর্দা গিলেরের কর্নারে উড়ে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় অস্ট্রিয়া। ডিফেন্ডার স্টেফানের পায়ে লেগে বল প্রায় গোললাইন পেরিয়েই গিয়েছিল, একেবারে শেষ মুহূর্তে কোনোরকম সেটি ঠেকান গোলরক্ষক। কিন্তু গোলমুখেই বল পেয়ে যান মেরিহ দেমিরাল।জোরালো শটে জালে জড়াতে ভুল করেননি ২৬ বছর বয়সী এই সেন্টারব্যাক। ইউরোর নকআউট পর্বের ইতিহাসে এটি দ্রুততম গোল।

ক্রিস্টফ বমগার্টনারের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে না গেলে অবশ্য দুই মিনিট পরেই সমতা ফেরাতে পারত অস্ট্রিয়া। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরী করেও সমতা ফেরাতে পারেনি অস্ট্রিয়া।

দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়ার আধিপত্য ছিল একচেটিয়া। প্রথমার্ধে যেখানে ৫২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য মাত্র ৬ টি শট নিয়েছিল দলটি সেখানে বিরতির পর প্রায় ৭০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নেয় দলটি, যার মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি।

সমতায় ফিরতে মরিয়া অস্ট্রিয়া দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটেই চারটি গোলের জন্য শট,যদিও পায়নি জালের দেখা।চাপের মুখেই এক পাল্টা আক্রমণে ব্যবধান দিগুণ করে ফেলে তুরষ্ক। তরুণ মিডফিল্ডার গিলেরের কর্নারে দুই ডিফেন্ডারের মাঝে সবার ওপরে লাফিয়ে হেডে দ্বিতীয় গোলটি করেন দেমিরাল।

অস্ট্রিয়ার চেষ্টায় অবশ্য সফলতা মেলে দ্রুতই।ছয় মিনিট পরেই ব্যবধান কমান মিখায়েল।

গোল পেয়ে যেন আরও উজ্জীবিত হয়ে ওঠে অস্ট্রিয়া। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে দলটি। চার মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা; কিন্তু বমগার্টনারের হেড দুর্দান্ত ক্ষীপ্রতায় ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক মের্ট গুনোক।

আর তাতে ১৬ বছরের প্রতীক্ষা ফুরোয় তুরষ্কের।দলটি সর্বশেষ ইউরোর শেষ আটে খেলেছিল ২০০৮ আসরে। আগামী শনিবার রাতে বার্লিনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক।ই

মন্তব্য করুন