ময়মনসিংহে সাংবাদিক বাবু স্বপনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সিনিয়র সাংবাদিক বাবু স্বপন কুমার ভদ্রকে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাংবাদিক স্বপন কুমার ভদ্র তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের আউটদার গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র ভদ্রের ছেলে এবং ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর টানপাড়া এলাকার বাসিন্দা। গতকাল সকাল সাড়ে ১১টায় ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজার সংলগ্ন রঘুরামপুর টানপাড়া এলাকায়।

এ ঘটনায় সাগর নামে ১ যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন পাছার নামক গ্রামের নিজ বাড়ি থেকে সাগরকে গ্রেফতার করে পুলিশ। সাগর পাছার গ্রামের বাবুল মিয়ার ছেলে। ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. সানোয়ার হোসেন ও গৌরীপুর থানা পুলিশের এএসআই মো.আরমান মিয়া এ তথ্য জানান।

জানা যায়, নিজ বাসার সামনে আসা কয়েকজনের সাথে দলিল পত্রাদি দেখার সময় অতর্কিতভাবে সাংবাদিক স্বপন ভদ্রের উপড় দা নিয়ে হামলা করে সাগর। এসময় কুপিয়ে তাকে গুরুতর আহত করে সে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত সাংবাদিক স্বপন ভদ্রের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ছিল। সাংবাদিক স্বপন ভদ্র ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় ১জন প্রবীণ সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য এবং তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছেন।ই

মন্তব্য করুন