ময়মনসিংহে নতুন ডিআইজি আশরাফুর রহমান

শামীমা পাঠান, ময়মনসিংহ : মো: আশরাফুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি পেশাদার, সৎ, মেধাবী ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত। ১৫ বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশে যোগদান করেন। ময়মনসিংহ রেঞ্জে ডিআইজি হিসেবে নিয়োগের আগে তিনি ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
চৌকষ কর্মকর্তা হিসেবে মো: আশরাফুর রহমান পুলিশ সুপার হিসেবে চাপাইনবাবগঞ্জ, বরিশাল, পটুয়াখালী ও সিলেট জেলায় দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। ডিআইজি মো: আশরাফুর রহমান জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বাসিন্দা।ই

মন্তব্য করুন