ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে: জাকির হোসেন

ডেস্ক: কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণ গত ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। বহু মানুষকে গুম খুন ও হত্যার স্বীকার হতে হয়েছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বহু প্রাণের বিনিময়ে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা এদেশের জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ প্রত্যাশা করে তাদের ভোটাধিকার ফিরে পাবে। আর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে।

তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে নগরীর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কার্যালয়ের সামনে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নির্যাতনকে উপেক্ষা করে বিএনপি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা থেকে পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চালু করেছিলেন। ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়ে সংস্কারের কথা বলেছিলেন। বছর দুয়েক আগে আমরা ৩১ দফা দিয়েছি।

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিনুর রহমান মিয়া, এম এ হামিদুর রহমান, আবুল কাশেম সওদাগর, রবিউল হোসেন, জাহেদ আহমদ, সাইফুদ্দিন মির্জা, আবু নাসের সাজ্জাদ, মোহাম্মদ মিয়া, মেজবাহ উদ্দিন চৌধুরী মিন্টু, মনোয়ারা বেগম, মো. ওয়াসিম, ইমরান সিদ্দিকী জেকশন, আশরাফ উদ্দিন, এন মোহাম্মদ রিমন, আরিফ সোহেল, শফি সওদাগর, সাইফুল ইসলাম, আইনুল ইসলাম জুয়েল, জামাল উদ্দিন, মো. আলম, মো. মামুন, কুতুব উদ্দিন মুন্না, আতিকুর রহমান, শহীদুল্লাহ রনি, মো. শাওন, মো. সালমান প্রমূখ।

মন্তব্য করুন