ভালুকায় স্মৃতিশৌধের আশপাশের ফুটপাত উদ্ধারে পুলিশের অভিযান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বাসট্যান্ড এলাকার স্মৃতিশৌধের আশপাশ ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দের দিক নির্দেশে থানা পুলিশ ১০ মার্চ রোববার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম স্মৃতি সৌধের আশপাশের এলাকা ফুটপাতে থাকা অবৈধ দোকান পাট উচ্ছেদ করে।

ভালুকা মডেল থানায় অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, মহাসড়কের ফুটপাতে অবৈধ দোকান সাধারণ মানুষের চলাচলে বিগ্ন সৃষ্টি হচ্ছে, যার ফলে প্রতিনিয়ন দূর্ঘটনা ঘটছে। মহাসড়কে দূর্ঘটনা এড়াতে ফুটপাত উদ্ধারের কোন বিকল্প নেই। তাই আমরা চেষ্টা করছি ফুটপাতে থাকা সকল অবৈধ দোকান উচ্ছেদ করতে।

মন্তব্য করুন