ভালুকায় মোটরযান কর্মচারী ইউনিয়নের কমিটি অনুমোদন 

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ 
ময়মনসিংহের ভালুকা উপজেলার মোটরযান কর্মচারী ইউনিয়নের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত বুধবার মোটরযান কর্মচারী ইউনিয়নের ময়মনসিংহ জেলার সভাপতি আঃ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন (চানু) স্বাক্ষরিত উনত্রিশ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মোঃ নাজমুল হক সরকারকে সভাপতি ও মোঃ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কার্যকরী সভাপতি মোঃ হানিফ মিয়া, মোঃ শামিম শেখ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার, মোঃ আলম মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ আলাউদ্দিন, মোঃ সুরুজ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া, মোঃ সুমন, মোঃ রফিকুল ইসলাম, সহ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, মোঃ মাহবুব, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরুল কায়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সরকার, প্রচার সম্পাদক মোঃ কাদীর ড্রাইবার, প্রচার সম্পাদক মোঃ সজিব মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মোঃ রনি মিয়া, রিপন ড্রাইভার, সদস্য আসাদুল ড্রাইভার প্রমুখ।

মন্তব্য করুন