ভালুকায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা থেকে:
ময়মনসিংহের ভালুকায় ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আলীনূর খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ভালুকা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল খালেক, হাজী পারভেজ খোকন, ভালুকা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা খান, মোঃ মকবুল হোসেন, হাজী মোঃ শুক্কুর মাহমুদ, আব্দুল বারী, মোঃ নুরুল ইসলাম প্রমুখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনাসহ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন