ভালুকায় ভান্ডাব পাক দরবার শরীফে আলোচনা ও দোয়া

ভালুকায় ভান্ডাব পাক দরবার শরীফে হযরত খাজা গরিবে নেওয়াজ মইন উদ্দিন চিশতী আজমেরী (রঃ) এর স্মরণে আলোচনা ও দোয়া

মোঃ আকাশ আহমেদ,ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় ভান্ডাব পাক দরবার শরীফে হযরত খাজা গরিবে নেওয়াজ মইন উদ্দিন চিশতী আজমেরী (রঃ) এর স্মরণে রবিবার রাতে আলোচনা, মিলাদ মাহফিল তার আশেকান ও ভক্তবৃন্দের সারারাত ব্যাপী মিলন মেলা ছামা-হামদ নাত, গজল ইত্যাদি এবং ভাব সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভান্ডাব পাক দরবার শরীফের প্রধান খাদেম পীরে কামেল শাহ সূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী)। এসময় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। আলোচনা ও মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

মন্তব্য করুন