
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বখাটে, কথিত কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও মাদকসেবীদের আড্ডাস্থলে সাড়াশি অভিযান পরিচালনা করেছে ভালুকা মডেল থানা পুলিশ৷ ১০ মার্চ রোববার সন্ধায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দের নির্দেশে বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে স্কুল কলেজে পড়ুয়া বখাটে ও মাদকাসক্ত ছেলেরা যে সকল স্থানে বসে আড্ডা দেয় এবং মাদক গ্রহন ঐ সকল স্থানে অভিযান চালায় পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, বখাটে রুখতে ও মাদক বন্ধে ভালুকা থানা পুলিশ বদ্ধ পরিকর। এখন থেকে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহলের ব্যবস্থা চালু থাকবে। ছেলেরা যাতে সন্ধার পর আড্ডা দিতে না পারে এবং মাদক গ্রহন করতে না পারে সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো। এসময় তিনি সকল অভিভাবকদের প্রতি নিজের সন্তানের প্রতি খেয়াল রাখার আহবান জানান।
তিনি আরও বলেন, প্রত্যেক পিতা মাতা যদি নিজের সন্তানের খোজ খবর রাখে সন্তান কখন কোথায় যাচ্ছে কি করছে সেগুলো খেয়াল রাখে তাহলে পুলিশের কাজ সহজ হয়ে যাবে এবং মাদকের প্রবনতাও কমে আসবে। ভালুকা মডেল থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং সন্ধার পর কোন ছেলে কে প্রয়োজন ছাড়া বাহিরে পেলেই আটক করা হবে।