ভালুকায় আওয়ামী লীগের ৭৫ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- 
 বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আনন্দ র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৩ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু’ন নিজ কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুবেদ আলীর সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। 

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা পারভেজ খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক, সহ-দপ্তর সম্পাদক আফতাব আহমেদ মাহাবুব, ৪নং ধীতপুর ইউপি চেয়ারম্যান শারফুল ইসলাম খান, কাউন্সিলর হুমায়ুন মুন্সি, সাবেক ভালুকা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক  মোঃ মোস্তাফিজুর রহমান ,  উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক  খলিলুর রহমান খান জুয়েল, উপজেলা সেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মোঃ রাজিব, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন সরকার,  ভালুকা উপজেলা তরুণ লীগের সভাপতি   আশ্ররাফুল আলম ফরহাদ, সাধারণ সম্পাদক  মোঃ জুয়েল মিয়া  , পৌর কৃষকলীগের সভাপতি রেদুয়ানুল হক দুলাল মুন্সী,  সাধারণ সম্পাদক  মোখলেসুর রহমান, এছাড়াও

উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন