ব্যবসায়ীরা নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছেন : আমীর খসরু

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। গতকাল রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অন্যদিকে, ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু, নাসিম মনজুর, তপন চৌধুরী, এ কে আজাদ, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম ও ডা. রশিদ আহমেদ হোসেনীসহ অনেকে।

জানা গেছে, বৈঠকে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসায়ী, বিনিয়োগকারীসহ সবাই জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত রাখা দরকার।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বাংলাদেশ এখনই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নয়। সার্বিক দিক বিবেচনা করা এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সমীমা তিন বছর পিছিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। শ্রম আইন সংশোধন করতে ব্যবসায়ীদে আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ২০ জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়ন করা যাবে এমন নীতির বিপক্ষে তারা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ বলেন, দেশের ব্যবসা বাণিজ্য কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমরা কথা বলব। এছাড়া এলডিসি গ্রাজুয়েশন ও শ্রম আইন সংস্কার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছে বিজিএমইএ। ফলে বিস্তারিত যদি বলতে হয় তারাই বলবেন। বিষয়টি নিয়ে জানতে আরো অন্তত ছয় জন ব্যবসায়ী নেতাকে ফোন করা হলেও তাদের মধ্যে বেশিরভাগই ফোন ধরেননি এবং দুইজন নেতা ফোন রিসিভ করলেও তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।ই

মন্তব্য করুন