বোয়ালখালীতে ২০ তম ২ দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুন্নবী(দঃ) সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে রহমাতুল্লিল আ’লামীন এর শুভ আগমন ও ওরছে গাউসুল আজম দস্তগীর উপলক্ষে ২০ তম দুই দিনব্যাপী পবিত্র খতমে সহিহ বুখারী শরীফ, ফ্রি চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সারোয়াতলী উত্তর কঞ্জুরী কালাইয়ার হাটের পশ্চিমে খানকায়ে গাউসুল আজম দস্তগীর সংলগ্ন মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মো. আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ফকিহ মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দীন, মাওলানা আহমদ উল্লাহ ফোরকান খান, মাওলানা নুরুল ইসলাম রহিমী, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন,দপ্তর সম্পাদক ওহিদুল আলম ওয়াহিদ সহ সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মানবতার কাজে এগিয়ে আসলে দেশ সমাজ থেকে দারিদ্রতা সহ সব ধরনের অশান্তি দূর হবে। এভাবে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রা.) সংগঠন মত বিভিন্ন সংগঠন যদি বোয়ালখালী সহ সারাদেশে মানবতার কাজে এগিয়ে আসে তাহলে দেশ উন্নতির শিকড়ে আরহণ করবে।

এছাড়া সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে ইসলামিক কিতাবাদী বিতরণ করা হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

মন্তব্য করুন