
বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র সম্মেলনে ময়মনসিংহ জেলা সমিতি’র নির্বাচিত নেতৃবৃন্দ সংবর্ধিত
মোঃ আকাশ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা র সম্মেলনে ময়মনসিংহ জেলা সমিতি র নির্বাচিত নেতৃবৃন্দ সংবর্ধিত ১৫ জানুয়ারী, বাদ মাগরিব, “ময়মনসিংহ অডিটোরিয়াম”৭০/১ এলিফ্যান্ট রোড ঢাকায়, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা,র সম্মেলন-২০২৪ এ ময়মনসিংহ জেলা সমিতি ঢাকা এর পক্ষ থেকে নির্বাচিত সম্মানিত কর্মকর্তা ও সদস্য গন কে ফুলেল শুভচ্ছা ও অভিনন্দন জানানে হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করে ময়মনসিংহ জেলা সমিতি ঢাকা,র সভাপতি শিল্পপতি সালাউদ্দীন হুমায়ুন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সভাপতি ও ময়মনসিংহ জেলা সমিতি ঢাকা এর অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমিতি’র যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দীন।অত্র অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র অন্যান্য জেলা থেকে আগত ও নির্বাচিত সম্মানিত অতিথি গন কেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে যাদের কে ফুলেল সংবর্ধনা দেয়া হয় তাদের বৃহত্তর ময়মনসিমহ সমিতি তে নির্বাচিত পদ সহ উল্লেখ করা হলো।
১। বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল- সিনিয়র সহ সভাপতি, ২। শিল্পপতি এডিএম সালাউদ্দীন হুমায়ুন- সহ সভাপতি, ৩। সাবেক সচিব মোঃ হুমায়ুন খালেদ- সহ সভাপতি( টাংগাইল), ৪। সাবেক অতিঃ সচিব, বিশিষ্ট অভিনেতা, যাদুকর, উপস্থাপক পীরজাদা শহীদুল হারুন- সহ সভাপতি, ৫। সাবেক পরিচালক মোঽ আতিকুজ্জামান খান ৬। মোঃ মামুনুর রশীদ-সিনিয়র যুগ্ম মহাসচিব (জামালপুর), ৭। বীর মুক্তি যোদ্বা ইঞ্ছিনিয়ার ঈশরাফ হোসেন-যুগ্ম মহা সচিব( কিশোরগন্জ), ৮।অধ্যাপক আকবর সিরাজী-যুগ্ম মহা সচিব, ৯। হাবিবুর রহমান তালুকদার- যুগ্ম মহাসচিব, ১০। যুবায়ের ইবনে সালেহ-যুগ্ম মহা সচিব (শেরপুর), ১১। বি এন পি ঢাকা উত্তরের যুগ্ম সাধারন সম্পাদক মোঃমোয়াজ্জেম হুসেন মতি-যুগ্ম মহাসচিব, ১২।এড. সায়্যিদুল করিম নসরত-সাংগঠনিক সচিব, ১৩। আ হা মো লুৎফর রহমান হিটু-সাংগঠনিক সচিব(শেরপুর), ১৪। এড. খলিলুর রহমান- অর্থ সচিব(কিশোরগন্জ)।১৫। মোঃ হেলাল উদ্দীন- শিক্ষা সচিব। ১৬। হেলাল উদ্দীন (তাল তলা)- দপ্তর সচিব, ১৭। এম এ মান্নান- শিল্প ও বানিজ্য বিষয়ক সচিব, ১৮। ইঞ্ছিনিয়ার মোঃ রাশেদুল হাসান খান। ভূমি ও গৃহায়ন সচিব, ১৯। এস এম আকাশ- যুব বিষয়ক সচিব, ২০। মোঃ লুৎফর রহমান- ধর্ম বিষয়ক সচিব, ২১। এড. আমজাদ হোসেন-আইন বিষয়ক সচিব (জামাল পুর), ২২। মোঃ আসাদুল্লাহ-প্রচার সচিব, ২৩। অধ্যাপক ডাঃ হারাধন দাস- নির্বাহী সদস্য, ২৪। মোঃ শাহ আলম- নির্বাহী সদস্য, ২৫।জিতেন্দ্র চন্দ্র বর্মন- নির্বাহী সদস্য। ২৬। অধ্যক্ষ শফি খন্দকার- নির্বাহী সদস্য, ২৭। এড. রুহুল আমিন- নির্বাহী সদস্য, ২৮। নাজলীন জাহান পপী, ২৯। ড.এডভোকেট বেলাল। অনুষ্ঠান শেষে সমিতি’র পক্ষ থেকে নৈশ ভোজের আয়োজন করা হয়।