
সেলিম চৌধুরী, বিভাগীয় প্রধান, রংপুর :
১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। দিবসটি উপলক্ষে আজ রংপুর বেতার আয়োজন করে নানান কমর্সূচী। বিশেষ করে ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই আজ বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে সকাল দশটায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় রংপুর বেতারের সকল কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলী অংশ নেন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে বাংলাদেশ বেতার এখনো সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ বেতার সংবাদসহ অন্যান্য অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সর্বোচ্চ জনবান্ধব কার্যক্রম পরিচালনা করছে।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজ’র সভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক ডক্টর মোহাম্মদ হারুন-উর-রশিদ, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ আল আমীন, আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ প্রমূখ।
শোভাযাত্রা শেষে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা এবং শ্রোতাদের অংশ গ্রহণে অংশীজন সভা।