বিশ্বনাথে শাহ আব্দুল করিম পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস.পি.সেবু (বিশ্বনাথ) সিলেট থেকে : সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার ইসমাইল মার্কেটের নিজ অফিসে শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্দ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ) সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসমত আলী লিটনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রবাসী রানা খান। প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার পৃষ্টপোষক ও বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা হাজী সিতাব আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব।
এসময় প্রধান অতিথি বক্তব্যে হাজী আব্দুল হাই শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করার জন্য পরিষদের সবাইকে ধন্যবাদ জানান । এছাড়া শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা হাজী আব্দুল গণি-কে বিগত ১২ই মার্চ সন্ধ্যায় (গণি শাহ) এলাপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তিনি।
পরিশেষে শাহ আব্দুল করিমের আত্মার মাগফিরাত কামনা করে শাহ আব্দুল করিম পরিষদকে সব সময় সহযোগিতা করে যাওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারিক, প্রচার সম্পাদক আরশ আলী, চেরাগ আলী, ইউনুস আলী, রফিক মিয়া প্রমুখ।
ইউনুস আলীর এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রচার সম্পাদক আরশ আলী।

মন্তব্য করুন