বিশ্বনাথে জামায়াত নেতা রব্বানী হত্যা: সাবেক মন্ত্রীসহ ৭২ জনের বিরুদ্ধে মামলা

এস পি সেবু, বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ২০১৩ সালে পুলিশ, আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াত নেতা গোলাম রব্বানীর হত্যার অভিযোগে সাবেক মন্ত্রীসহ ৭২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিলেটের আমলী আদালতে মামলাটি দায়ের করেন তার চাচা ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মতিউর রহমান। মামলার নম্বর ২৬৮/২০২৪। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত তাসনিম মামলাটি আমলে নিয়ে বিশ্বনাথ থানাকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।

মামলায় সাবেক প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া, তৎকালীন বিশ্বনাথ থানার ওসি মোঃ আবুল কালাম আজাদসহ মোট ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী মতিউর রহমান তার অভিযোগে উল্লেখ করেন, ২০১৩ সালের ২০ মার্চ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত হরতালকে কেন্দ্র করে বিশ্বনাথ উপজেলায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন সকালে বিশ্বনাথ উপজেলা সদরে মিছিল চলাকালে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের কর্মীরা মিছিলে হামলা চালায়, এতে গোলাম রব্বানীসহ অনেকেই গুলিবিদ্ধ হন। পরে গোলাম রব্বানীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মামলায় বাদী আরোও অভিযোগ করেন, তার ভাতিজা গোলাম রব্বানীর হত্যাকাণ্ড ছিল একটি পূর্বপরিকল্পিত হামলা, যা সরকারের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে সংঘটিত হয়েছিল। মামলায় তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানান তিনি।

মামলায় অভিযুক্তরা হলেন, শফিকুর রহমান চৌধুরী (৫৫), সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগ ও সাবেক এমপি সিলেট-২, আলতাব হোসেন (৪৮), যুগ্ম আহবায়ক বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ, ফখরুল আহমদ মতছিন (৫০), বর্তমান চেয়ারম্যান দেওকলস ইউনিয়ন পরিষদ, শামীম উরফে চাকু শামীম (৩২), পিতা-আবুল কালাম, সাং-পূর্ব জানাইয়া, সাদেক ওরফে কলোনি সাদিক(৩০),পিতা-
তোতা মিয়া,সাং দক্ষিণ দশপাইকা, ফারুক আহমদ (৫০), সাধারণ সম্পাদক বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, মুহিবুর রহমান সুইট (৩৫), যুবলীগ নেতা, বশির উরফে এংগেল বশির (৪৫), আং নূর (৫০), পিতা-মৃত আং মুতলিব, সাং-ভোলাগঞ্জ, এস.এম নুনু মিয়া (৪৫), সাবেক বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান, ফজর আলী (৩৫), পিতা-মৃত ময়না মিয়া, সাং-মোল্লারগাঁও, সাহাব উদ্দিন (৪০), পিতা-এহিয়া মিয়া, সাং-টিমাইঘর, খাজাঞ্চী ইউপি, রফিক আলী (৩৮), পিতা-মৃত জয়ধু, সাং-সরিষপুর, গিয়াস উদ্দিন (৩৫), পিতা-আং রহমান, সাং-দীপবন্দ, বিলপার, কালা দুদু (৩২), পিতা-খুরশিদ আলী, সাং-তবলপুর (খাজাঞ্চি), শংকর চন্দ্র ধর (৩৮), পিতা-ধীরেন্দ্র ধর, সাং-মোহাম্মদপুর (খাজাঞ্চি), আং হক (৪০), পিতা-রইছ আলী, সাং-শাহজিরগাঁও, সিরাজুল ইসলাম রোকন (৩৬), পিতা-তবারক আলী, সাং-পূর্ব চানশির কাপন, ফয়জুল ইসলাম জয় (৩৮), পিতা-সোনাফর আলী, সাং-শাহজিরগাঁও, মাতিন মিয়া (৩৫), পিতা-ভুরু মিয়া, সাং-রহিমপুর (মাঝপাড়া), সুহেল মিয়া (৪০), পিতা-মৃত সমুজ আলী, সাং-রাজনগর, শাহজাহান সিরাজ (৫০), পিতা-মছদ্দর আলী, সাং-কাউপুর, ফয়সল আহমদ (৪৩), পিতা-আং হান্নান, সাং-সোনাপুর, মিজাজুল হোসেন (৪৫), পিতা-রুস্তুম আলী, সাং-তেলিকুনা, আং শহিদ (৪০), পিতা-ওহাব আলী, সাং-লামার চক, আহমদ শরীফ (৪৫), পিতা-সুফই মিয়া, সাং-রাম চন্দ্রপুর, হোসাইন (৩২), পিতা-মজিদ মিয়া, সাং-দোহাল, জয়নুল আবেদীন (৪৫), পিতা-হরমুজ আলী, সাং-কুরিখলা, সিরাজুল ইসলাম (৪১), পিতা-আশক আলী, সাং-কেশবপুর, এনামুল হক (৪৫), পিতা-গৌছ মিয়া, সাং-সাংগিরাই, লামাকাজী ইউপি, এরশাদ (৩৮), পিতা-আং মতলিব, সাং-মির্জারগাঁও, মকদ্দছ আলী (৪৫), পিতা-মবত আলী, সাং-জানাইয়া, রুহেল খান (৩৫), পিতা-ওয়ারিছ খান, সাং-জাহারগাঁও, এনামুল হক (৩৮), পিতা-গৌছ মিয়া, সাং-কাশিমপুর, আরব আলী (৪৩), পিতা-ফয়জুর রহমান চড়াই, সাং-রামপাশা, ফয়জুর রহমান দুলু (৪২), পিতা-নাজিম উদ্দিন, সাং-ঐ, সাইফুর রহমান (৫৫), পিতা-শরীয়ত উল্ল্যাহ, সাং-রামপাশা (উত্তরপাড়া), আফরোজ আলী (৪০), পিতা-ছোয়াব আলী, সাং-কাটলী পাড়া, হিরন মিয়া (৩৫), পিতা-মৃত গাবরু মিয়া, সাং-হিমিদপুর, আয়না মিয়া (৪৫), পিতা-মৃত মাটিয়াপীর, সাং-বড়খুরমা, আইয়ুব আলী (৪০), পিতা-রিয়াহুদ আলী, সাং-খালপার, খাজাঞ্চী ইউপি, শাহ আছাদুজ্জামান (৫০), পিতা-মৃত সমসু মোল্লা, সাং-ধর্মদা, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, বিশ্বনাথ, রফিক আলী (৪৮), পিতা-মৃত আরজান আলী, সাং-শাহজিরগাঁও, নূর উদ্দিন উরফে সাজুর (৩৮), পিতা-মৃত আফরোজ আলী, সাং-পাকিছিরি, রুনু কান্ত দে (৪৫), পিতা-মৃত রমা কান্ত দে, সাং-সরদার পাড়া, দেওকলস, আলী আকবর মিলন (৫২), পিতা-অজ্ঞাত, সাং-দৌলতপুর, মকসুদ (৫০), পিতা-মৃত আজম আলী, সাং-আটপাড়া, দবির মিয়া (৩৮), পিতা-সাজিদ মিয়া, সাং-মিয়াজনের গাঁও, ফিরোজ (৫৪), পিতা-মোবারক, সাং-রশিদপুর, দেলোয়ার হোসেন রুপন (৫২), পিতা-মৃত মন্তাজ আলী, সাং-কজাকাবাদ, দেওকলস, আং রউফ (৪৫), পিতা-গয়াছ মিয়া, সাং-মইজপুর, মবশীর আলী (৪৫), পিতা-আশরাফ আলী, সাং-খাতুপুর ডাক: নতুন বাজার, থানা-ওসমানী নগর, শামসুল হক (৫৫), পিতা-আ: হাসিম, সাং- বিশ্বনাথ পুরান বাজার, সুহেল খান (৪০), পিতা-মৃত এলেমান খাঁন, সাং-মাজরগাঁও, দেওকলস, ইরন মিয়া (৫০), পিতা-মৃত ছৈদ উল্ল্যাহ, সাং-দেওকলস উত্তরপাড়া, শেখ নূর মিয়া (৫০), পিতা-কলম মিয়া, সাং-উত্তর ধর্মদা, রফিজ আলী (৪৫), পিতা-মৃত সারং, সাং-রামপাশা, ফখর উদ্দিন (৪৮), পিতা-মৃত মনির উদ্দিন, সাং-রামপাশা, রফিক মিয়া (৫০), পিতা-চান্দ আলী, সাং-বেতসান্দি, সর্ব থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, মোঃ আবুল কালাম আজাদ (O/C বিশ্বনাথ থানা), বিপি নং-৬৫৮৮০৫২২৪২, জিয়া উদ্দিন উজ্জল (এস, আই, বিশ্বনাথ থানা), BP No.7596016603, রুপক কুমার সাহা (পুলিশ পরিদর্শক তদন্ত, বিশ্বনাথ থানা), BP No. 6589115275, মাজহারুল ইসলাম (S.I. বিশ্বনাথ থানা, সিলেট), আবু মুসা (কং/৬৬০, বিশ্বনাথ থানা, সিলেট), কবির হোসেন (কং/৪১২, বিশ্বনাথ থানা), টিটু সিংহ (কং/১১৫০, বিশ্বনাথ থানা, সিলেট), তৌফিক (কং/৬৮৭, বিশ্বনাথ থানা, সিলেট), মোস্তাক (কং/৩৩৮, বিশ্বনাথ থানা, সিলেট), আব্দুল্লা আল মামুন (কং/৭৮৭, বিশ্বনাথ থানা, সিলেট), শরিফ উদ্দিন (কং/৭৬৫, বিশ্বনাথ থানা, সিলেট), কাউছার (কং/৭৩০, বিশ্বনাথ থানা, সিলেট), কৃষ্ণ গোপাল (কং/৬৭) ।

মন্তব্য করুন