tag: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের শনিবারের আপডেট। আমাদের খবর
Sun. Oct 25th, 2020

আমাদের খবর

খবরের সাথে সব সময়

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের শনিবারের আপডেট।

1 min read
বিশ্বজুড়ে-করোনা-ভাইরাসের

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের শনিবারের আপডেট। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্ত দেশের সংখ্যা ২১৩ টি। সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ লক্ষ ৫২ হাজার ৫ শত ৪ জন, মৃত্যুঃ ৪ লক্ষ ২৮ হাজার ৫ শত ১০ জন, সুস্থঃ ৩৯ লক্ষ ৭৩ হাজার ৪ শত ৫৫ জন, এখনও আক্রান্তের সংখ্যাঃ ৩৩ লক্ষ ৫৩ হাজার ৮ শত ৬১ জন।

বাংলাদেশ মোট আক্রান্তঃ ৮৪,৩৭৯ জন, সুস্থঃ ১৭,৮২৮ জন, মৃত্যুঃ ১,১৩৯ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৬৫,৪১২ জন।

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তঃ ২,৮৫৬ সুস্থঃ ৫৭৮ মৃত্যুঃ ৪৪ জন, টেষ্ট করা হয়েছেঃ ১৬,৬৩৮ জন, সর্বমোট টেষ্ট করা হয়েছেঃ ৪,৮৯,৯৬০ জন।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তঃ ২১,১৬,৯২২ জন, সুস্থঃ ৮,৪১,৯৩৪ জন, মৃত্যুঃ ১,১৬,৮২৫ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ১১,৫৮,১৬৩ জন।

ব্রাজিল মোট আক্রান্তঃ ৮,২৯,৯০২ জন, সুস্থঃ ৪,২৭,৬১০ জন, মৃত্যুঃ ৪১,৯০১ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৩,৬৭,৮৯৯ জন।

রাশিয়া মোট আক্রান্তঃ ৫,১১,৪২৩ জন, সুস্থঃ ২,৬৯,৩৭০ জন, মৃত্যুঃ ৬,৭১৫ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ২,৩৫,৩৩৮ জন।

ভারতে মোট আক্রান্তঃ ৩,০৯,৬০৩ জন, সুস্থঃ ১,৫৪,২৩১ জন, মৃত্যুঃ ৮,৮৯০ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ১,৪৬,৪৮২ জন।

যুক্তরাজ্যে মোট আক্রান্তঃ ২,৯২,৯৫০ জন, সুস্থঃ  ০  মৃত্যুঃ ৪১,৪৮১ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ১,৯৯,১৯৩ জন।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস

স্পেনে মোট আক্রান্তঃ ২,৯০,২৮৯ জন, সুস্থঃ ১,৯৬,৯৫৮ জন, মৃত্যুঃ ২৭,১৩৬ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৫৫,২১৯ জন।

ইতালীতে মোট আক্রান্তঃ ২,৩৬,৩০৫ জন, সুস্থঃ ১,৭৩,০৮৫ জন, মৃত্যুঃ ৩৪,২২৩ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ২৮,৯৯৭ জন।

জার্মানী মোট আক্রান্তঃ ১,৮৭,২৫১ জন, সুস্থঃ ১,৭১,৬০০ জন, মৃত্যুঃ ৮,৮৬৩ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৬,৭৮৮ জন।

ইরানে মোট আক্রান্তঃ ১,৮২,৫২৫ জন, সুস্থঃ ১,৪৪,৬৪৯ জন, মৃত্যুঃ ৮,৬৫৯ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ২৯,২১৭ জন।

তুরস্কে মোট আক্রান্তঃ ১,৭৫,২১৮ জন, সুস্থঃ ১,৪৯,১০২ জন, মৃত্যুঃ ৪,৭৭৮ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ২১,৩৩৮ জন।

ফ্রান্সে মোট আক্রান্তঃ ১,৫৬,২৮৭ জন, সুস্থঃ ৭২,৫৭২ জন, মৃত্যুঃ ২৯,৩৭৪ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৫৪,৩৪১ জন।

পাকিস্তানে মোট আক্রান্তঃ ১,২৫,৯৩৩ জন, সুস্থঃ ৪০,২৪৭ জন, মৃত্যুঃ ২,৪৬৩ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৮৩,২২৩ জন।

সৌদি আরবে মোট আক্রান্তঃ ১,১৯,৯৪২ জন, সুস্থঃ ৮১,০২৯ জন, মৃত্যুঃ ৮৯৩ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৩৮,০২০ জন।

কানাডাতে মোট আক্রান্তঃ ৯৭,৯৪৩ জন, সুস্থঃ ৫৮,৫২৩ জন, মৃত্যুঃ ৮,০৪৯ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৩১,৩৭১ জন।

করোনা ভাইরাসের আপডেট

চায়না মোট আক্রান্তঃ ৮৩,০৭৫ জন, সুস্থঃ ৭৮,৩৬৭ জন, মৃত্যুঃ ৪,৬৩৪ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৭৪ জন।

কাতার মোট আক্রান্তঃ ৭৬,৫৮৮ জন, সুস্থঃ ৫৩,২৯৬ জন, মৃত্যুঃ ৭০ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ২৩,২২২ জন।

বেলজিয়াম মোট আক্রান্তঃ ৫৯,৮১৯ জন, সুস্থঃ ১৬,৪৯৮ জন, মৃত্যুঃ ৯,৬৪৬ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৩৩,৬৭৫ জন।

দক্ষিন আফ্রিকা মোট আক্রান্তঃ ৬১,৯২৭ জন, সুস্থঃ ৩৩,০০৬ জন, মৃত্যুঃ ১,৩৫৪ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ২৫,৫৬৭ জন।

আরব আমিরাত মোট আক্রান্তঃ ৪১,৪৯৯ জন, সুস্থঃ ২৫,৯৪৬ জন, মৃত্যুঃ ২৮৭ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ১৫,২৬৬ জন।

সিঙ্গাপুর মোট আক্রান্তঃ ৩৯,৮৫০ জন, সুস্থঃ ২৮,০৪০ জন, মৃত্যুঃ ২৫ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ১১,৭৮৫ জন।

ইন্দোনেশিয়া মোট আক্রান্তঃ ৩৬,৪০৬ জন, সুস্থঃ ১৩,২১৩ জন, মৃত্যুঃ ২,০৪৮ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ২১,১৪৫ জন।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস

কুয়েত মোট আক্রান্তঃ ৩৪,৯৫২ জন, সুস্থঃ ২৫,০৪৮ জন, মৃত্যুঃ ২৮৫ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৯,৬১৯ জন।

ফিলিপাইন মোট আক্রান্তঃ ২৪,৭৮৭ জন, সুস্থঃ ৫,৪৫৪ জন, মৃত্যুঃ ১,০৫২ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ১৮,২৮১ জন।

জাপানে মোট আক্রান্তঃ ১৭,৩৩২ জন, সুস্থঃ ১৫,৪৯৩ জন, মৃত্যুঃ ৯২২ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৯১৭ জন।

ওমান মোট আক্রান্তঃ ২১,০৭১ জন, সুস্থঃ ৭,৪৮৯ জন, মৃত্যুঃ ৯৬ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ১৩,৪৮৬ জন।

দক্ষিণ কোরিয়াতে মোট আক্রান্তঃ ১২,০৫১ জন, সুস্থঃ ১০,৬৯১ জন, মৃত্যুঃ ২৭৭ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ১,০৮৩ জন।

মাল্যাশিয়াতে মোট আক্রান্তঃ ৮,৪০২ জন, সুস্থঃ ৭,১৬৮ জন, মৃত্যুঃ ১১৯ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ১,১১৫ জন।

অস্ট্রেলিয়াতে মোট আক্রান্তঃ ৭,২৯০ জন, সুস্থঃ ৬,৭৮৩ জন, মৃত্যুঃ ১০২ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৪০৫ জন।

নেপাল মোট আক্রান্তঃ ৫,০৬২ জন, সুস্থঃ ৮৭৭ জন, মৃত্যুঃ ১৬ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৪,১৬৯ জন।

মালদ্বীপ মোট আক্রান্তঃ ২,০০৩ জন, সুস্থঃ ১,১৯৩ জন, মৃত্যুঃ ৮ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৮০২ জন।

শ্রীলংকা মোট আক্রান্তঃ ১,৮৮০ জন, সুস্থঃ ১,১৯৬ জন, মৃত্যুঃ ১১ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৬৭৩ জন।

নিউজিল্যান্ড মোট আক্রান্তঃ ১,৫০৪ জন, সুস্থঃ ১,৪৮২ জন, মৃত্যুঃ ২২ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ০ জন।

ভিয়েতনাম মোট আক্রান্তঃ ৩৩৩ জন, সুস্থঃ ৩২৩ জন, মৃত্যুঃ ০ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ১০ জন।

তাইওয়ান মোট আক্রান্তঃ ৪৪৩ জন, সুস্থঃ ৪৩১ জন, মৃত্যুঃ ৭ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৫ জন।

মায়ানমার মোট আক্রান্তঃ ২৬১ জন, সুস্থঃ ১৬৫ জন, মৃত্যুঃ ৬ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৯০ জন।

ভুটান মোট আক্রান্তঃ ৬২ জন, সুস্থঃ ১৯ জন, মৃত্যুঃ ০ জন, বর্তমান আক্রান্তের সংখ্যাঃ ৪৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *