বিএনপির রাজনীতিতে প্রতিহিংসা নেই- “নাজমুল মোস্তফা আমিন”

নিজস্ব প্রতিনিধি: বিএনপির রাজনীতিতে প্রতিহিংসা নেই, আমরা প্রতিহিংসার রাজনীতি করবনা বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।

২৩ নভেম্বর শনিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি ফরেস্ট অফিস এলাকায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে চুনতি ১নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজমুল মোস্তফা আমিন বলেন, বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না।

চুনতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ শহিদুল্লাহ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তফিজুর রহমানের সঞ্চালনায়ে সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হাশেম, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, চুনতি ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বেলাল উদ্দিন বাবুল, চুনতি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাবেদ হোসেনসহ চুনতি ১ নং ওয়ার্ডের সর্বস্তরের বিএনপির নারী পুরুষ ও নেতা কর্মীরা স্বতস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন