বার্সার জালে ৫ গোল দিয়ে ভিয়ারিয়ালের স্মরণীয় জয়

খবর ডেস্ক :
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যখন টানা জয়ে উড়ছে ঠিক তখনই একের পর এক হারে টালমাটাল বার্সেলোনা শিবির। দিন তিনেক আগে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছিল দলটি।সেই ক্ষত শুকাতে না শুকাতেই আজ লা লিগায় আবার হারের তেতো স্বাদ পেয়েছে বার্সেলোনা।

শনিবার রাতে নিজেদের মাঠে ভিয়ারিয়ালের কাছে ৫–৩ ব্যবধানে হেরেছে জাভি হার্নান্দেজের দল।যদিও আট গোলের রোমাঞ্চকর এই লড়াইয়ে জয়ও পেতে পারতো কাতালান ক্লাবটি। তবে শেষ ১১ মিনিটের ঝড়ে বার্সা রক্ষণকে তছনছ করে দিয়ে স্মরণীয় এক জয় তুলে নেয় ভিয়ারিয়াল।

মাঠে শুরু থেকে আধিপত্য দেখানো বার্সা শুরুর ধাক্কা সামলে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত অসাধারণ এক জয় তুলে পথেই ছিল।পুরো ম্যাচে ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য বার্সেলোনা অবশ্য প্রথমার্ধ শেষ করে পিছিয়ে থেকে। বার্সার একের পর এক আক্রমণে চাপ সামলে দারুণ এক পাল্টে আক্রমণ থেকে জেরার্ড মোরেনো এগিয়ে দেন ভিয়ারিয়ালকে।বিরতির পর ৫৪ মিনিটে ইলিয়াস আখোমাচের গোলে হয় ২-০।

দুই গোল হজমের পর স্বরূপে ফেরে বার্সেলোনা। ৬০ মিনিটে ফেররান থরেসের থ্রু বল ধরে নিখুঁত ফিনিশে ব্যবধান কমান ইলকায় গুনদোয়ান।৬৮ মিনিটে পেদ্রি গোল করে ২-২ সমতা এনে দেন।এর মিনিট তিনেক মিনিট পরে পক্ষের আত্মঘাতী বলে এগিয়ে যায় জাভি হার্নান্দেজের দল।১১ মিনিটে তিন গোল আদায় করে ঘরের মাঠে তখন দুর্দান্ত এক জয়ের পথে জাভি হার্নান্দেজের দল।

৮৪ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর লাইন ছিল বার্সার পক্ষে ৩-২। এরপরই আসল রোমাঞ্চের শুরু। ১১ মিনিটে তিন গোল করা বার্সাই শেষ ১১ মিনিটে হজম করে বসে তিন গোল!

৮৪তম মিনিটে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান গনসালো গেদেস। সতীর্থের লম্ব পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে মাপা শটে লক্ষ্যভেদ করেন এ পর্তুগিজ ফরোয়ার্ড।

তবে ৯০ মিনিটে ফের এগিয়ে যেতে পারত বার্সা। গিনদোয়ানের শটে বক্সে ভিয়ারেয়ালের একজনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। বার্সা কোচ সহ উপস্থিত হাজারো দর্শক সেই সিদ্ধান্ত হতাশ হন।সে হতাশা আরও তীব্র হয় যোগ করা সময়ের নবম মিনিটে ভিয়ারিয়াল আবার গোল পেলে।আলেক্সান্ডার সরলথের সেই গোলের মিনিট দুই যেতে না যেতে হোসে মোরালেসের গোলে স্মরণীয় জয় নিশ্চিত হয় ভিয়ারিয়ালের।

২০২০ সালের আগস্টে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারার পর এই প্রথম যে কোনো প্রতিযোগিতায় এক ম্যাচে ৫ গোল হজম করল বার্সেলোনা। আর ঘরের মাঠে দলটি পাঁচ গোল হজম করল ১৯৯৪ সালে স্প্যানিশ সুপার কাপে রিয়াল জারাগোজার কাছে ৪-৫ গোলের পর প্রথম।

এই হারের পর লিহে শিরোপা ধরে রাখাও আরও বেশি কঠিন হয়ে উঠেছে বার্সার জন্য। ২১ ম্যাচে অবস্থান ৪৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান এখন তিনে। ৫ সবার আগে রিয়াল মাদ্রিদের(৫৪) সঙ্গে বর্ষার পয়েন্টের ব্যবধান এখন ১০। ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।

মন্তব্য করুন