
সাতকানিয়া বারদোনা শাহ আকামুউদ্দিন (র:) জামে মসজিদ কমপ্লেক্সের নূরানী একাডেমীর ভবন সম্প্রসারণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপণের শুভ উদ্বোধনে অতিথিবৃন্দ-ছবি : আমাদের খবর
ডাঃ কলিম উল্লাহ: ১ নভেম্বর, শুক্রবার বাদে জুমা বারদোনা শাহ আকামুউদ্দিন (র:) জামে মসজিদ কমপ্লেক্সের নূরানী একাডেমীর ভবন সম্প্রসারণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন অত্র কমপ্লেক্সের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর বিএস গ্রুপের চেয়ারম্যান জনাব এস,এম, মাহবুবুর রহমান। অত্র কমপ্লেক্সের সাধারণ সম্পাদক চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম টিপু ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন।
এ সময়ে সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
সভাপতির সংক্ষিপ্ত আলোচনা অত্র কমপ্লেক্সের নূরানী একাডেমীর সভা আগামী ৩ জানুয়ারি জুমাবার ২০২৫ ইং সালে তারিখ দিন ধার্য করা হয়। তিনি বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড কথা মুসল্লিদের সাথে মতবিনিময় ও দোয়া কামনা করেন।
এ সময়ে অত্র কমপ্লেক্সের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম তার বক্তব্য বলেন নূরানী একাডেমীর দেওয়ালের কাজ সম্প্রসারণ, জানাজার মাঠ টয়লেস, বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। অন্যান্যর মধ্যেই উপস্থিত ছিলেন, গারাংগিয়া আলিয়া অনার্স মাদ্রাসার ইংরেজি শিক্ষক জনাব মাষ্টার মহিউদ্দিন, মুহাম্মদ ইমরান, মোঃ ইলিয়াস, মোঃ সিরাজুল ইসলাম, সহ অনেক মুসল্লি অংশ গ্রহণ ও গারাংগিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আল আমিন আজাহারি মুনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।