April 20, 2021

আমাদের খবর

খবরের সাথে সব সময়


Warning: sprintf(): Too few arguments in /home/customer/www/amaderkhabor.com/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

বাবা অনিল কাপুরের পাশে সোনম কাপুর

1 min read
বাবা অনিল কাপুরের পাশে সোনম কাপুর

এবার আলোচনার মুখে পড়েগেলেন সোনম কাপুর। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে খোলামেলা পোশাক পড়ে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

এখনও তাকে নিয়ে চলছে ট্রল। সেটির আলোচনার রেশ না কাটতেই এবার ট্রলের শিকার হলেন আরেক বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

গত বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সোনম কাপুর অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মালাং’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা মন্ডলি। অন্যদরে মতো সেখানে সোনম কাপুরের বাবা অনিল কাপুরও হাজির ছিলেন। সেখানেই বাবার সঙ্গে খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে পোজ দেন সোনম কাপুর। বলিউড পাড়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে এ সব বিষয় নিয়ে। সব তীর্যক প্রশ্ন ছুঁড়ে দিয়ে ট্রল করা হয়েছে সোনম কাপুরকে।

বাবার সামনে মেয়ের এমন খোলামেলা কাপড় পরায় নেটিজেনরা ছুঁড়ে দিচ্ছেন নানান মন্তব্য। অনেকে প্রশ্ন করছেন বাবার পাশে এভাবে দাঁড়াতে লজ্জা লাগছে না? নিজের বাবার সামনে কীভাবে এমন পোশাক পরে যাও তোমরা?  লজ্জা করে না? কেউ কেউ সোনমের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন। 

এ বিষয়ে সোনম কাপুর মুখ না খুললেও তার কাছের জনেরা সাধারণ মানুষের এমন বাজে মানসিকতার তীব্র নিন্দা জানিয়ে মুখ খুলেছেন। কেউ বলেছেন, মানুষের মন-মানসিকতার কী হয়েছে? এতো অধঃপতন কেন? বাবা-মেয়ের সম্পর্ক নিয়েও এমন বিব্রতকর প্রশ্ন তোলা কোন মানসিকতার পরিচয় দেয়?

মূলত ‘মালাং’ ছবির প্রিমিয়ারে বাবা অনিল কাপুরের সাথেই উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। আর সেই অনুষ্ঠানেই বাবার সামনে খোলামেলা কাপড় পড়ে ক্যামেরার সামনে পোজ দেওয়ার কারণে ট্রলের শিকার হন ভারতীয় এই অভিনেত্রী সোনম কাপুর।