
শৈলুমং মার্মা, রুমা : বান্দরবান হিলভিউ হাসপাতালের ২০২৫ সালের ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান, বান্দরবান জেলা পরিষদের স্বাস্থ্যবিভাগের দায়িত্ব প্রাপ্ত সদস্য, সাবেক পিপি, বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব এড. মুহাম্মদ আবুল কালাম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুপার হিলভিউ (প্রা:) লি: এর ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মাও: আবদুল আউয়াল, সুপার হিলভিউ (প্রা:) লি: এর এমডি জনাব অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, হাসপাতালের এমডি জনাব অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, সুপার হিলভিউ (প্রা:) লি: পরিচালক ব্যবসা জনাব মোহাম্মদ খোরশেদ আলম, সুপার হিলভিউ (প্রা:) লি: প্রচার, প্রকাশনা ও আইটি বিভাগের পরিচালক জনাব মো: নাজিম উদ্দিন, হাসপাতালের ম্যানেজার জনাব সাইফুদ্দীন মুহাম্মদ খালেদ।