বান্দরবা‌ন সুয়ালক ইউ‌পি চেয়ারম্যা‌নের অপসার‌নের দা‌বি‌তে অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি: বান্দরবান সদর উপ‌জেলাধীন সুয়ালক ইউ‌নিয়‌নের চেয়ারম্যান উক্যনু মার্মার অপসার‌নের দা‌বি‌তে অবস্থান কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে স্থানীয় জনসাধারণ। ২রা সে‌প্টেম্বর সোমবার সকাল ১০ টায় উক্যনুর বিরু‌দ্ধে বি‌ভিন্ন স্লোগান দি‌য়ে ইউ‌নিয়ন প‌রিষ‌দের সাম‌নে লোকজন জ‌ড়ো হয়। অ‌নে‌ক নারী, পুরুষ ও বি‌ভিন্ন স্কু্ল ক‌লে‌জের শিক্ষার্থী মি‌ছিল সহকা‌রে অবস্থান কর্মসূ‌চি‌তে অংশ নি‌তে দেখা যায়। এসময় বি‌ভিন্ন দা‌বি সম্ব‌লিত পোষ্টার বহন ক‌রে আ‌ন্দোলনকারীরা।

“দা‌বি এক, দফা এক, উক্যনুর পদত্যাগ” এমন স্লোগান সম্ব‌লিত ‌প্লেকার্ডবহনকারী শিক্ষার্থী মোঃ ইয়া‌ছিন সাংবা‌দিক‌দের ব‌লেন, উক্যনু চেয়ারম্যান একজন দূর্নীতিবাজ চেয়ারম্যান। তি‌নি সরকা‌রি ঘর নির্মা‌ণ ক‌রে দেয়ার কথা ব‌লে অসহায় গ‌রিব লোক‌দের কাছ থে‌কে মাথা‌পিছু ৩০ হাজার থে‌কে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নি‌য়ে‌ছেন। দূর্নী‌তি ক‌রে তি‌নি শুন্য থে‌কে কো‌টিপ‌তি হ‌য়েছে।

আ‌ন্দোলনকারী এক নারী নাম প্রকাশ না করার শর্তে ব‌লেন, উক্যনু চে‌য়ারম্যান একজন আদর্শহীন চেয়ারম্যান। তি‌নি কখ‌নো বিএন‌পি, কখ‌নো আওয়ামীলীগ, কখ‌নো স্বতন্ত্র দা‌বি ক‌রে মানু‌ষের আ‌বেগ নি‌য়ে খেলা ক‌রে‌ছেন। ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার‌দের দি‌য়ে গ্রাম্য আদাল‌তে বিচার শা‌লিস করার নামে সাধারণ মানু্ষ‌দের টাকা পয়সা হা‌তি‌য়ে নি‌তেন। যারা টাকা পয়সা দি‌তোনা তা‌দের‌কে মারধর কর‌তেন। মানুষ আওয়ামীলী‌গের ক্যাডার‌দের ভ‌য়ে এসব নির্যাতন সহ্য কর‌তো। এসব আওয়ামী ক্যাডার‌দের টাকা পয়সা দি‌য়ে লালন কর‌ত উক্যনু।

অবস্থান কর্মসূ‌চি‌তে আসা এক ব‌য়ো‌জৈষ্ঠ ভিক্ষুক দা‌বি ক‌রেন যে, তার দুই‌টি কন্যা সন্তান র‌য়ে‌ছে। তি‌নি ভিক্ষা ক‌রে সংসার চালান। তা‌কে সরকা‌রি ঘর দেয়ার নাম ক‌রে ৫০ হাজার টাকা নি‌য়ে‌ছে উক্যনু চেয়ারম্যান। এ টাকা ধার দেনা ক‌রে জোগাড় ক‌রে‌ উক্যনুর হা‌তে তো‌লে দেন ব‌লে জানান ওই ভিক্ষুক।

কাজী জাহা‌ঙ্গির না‌মের এক ব্য‌ক্তি ব‌লেন, আ‌মা‌দের‌কে ভুল বু‌ঝি‌য়ে উক্যনু চেয়ারম্যান ভোট দি‌তে এক প্রকার বাধ্য ক‌রে‌ছিল। ‌ভো‌টের পর তার রূপ পা‌ল্টে গে‌ছে। সে বিএন‌পি দা‌বি কর‌লেও প্রকৃতপ‌ক্ষে আওয়ামীলী‌গের দালাল ও দূর্নী‌তিবাজ। তাই তা‌কে অপসারণ ক‌রে প্রশাসক নি‌য়ো‌গের দা‌বি‌তে অবস্থান কর্মসূ‌চি কর‌ছি।

জানা‌গে‌ছে, উক্যনু মার্মা বান্দরবান সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছি‌লেন। ২০২৩ সা‌লের ২১ ডি‌সেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বিএন‌পি তা‌কে বহিষ্কার করে।

এ বিষ‌য়ে জান‌তে উক্যনু চেয়ারম্যা‌নের মু‌ঠো‌ফো‌নে কল ক‌রেও পাওয়া যায়‌নি, যারফলে তাহার বক্তব্য তুলে ধরা সম্ভব হয়নি।

এ‌দি‌কে ২৮ আগস্ট বান্দরবা‌নের আজীজনগর ইউ‌পি চেয়াম্যান জসীম উ‌দ্দিন‌কে চেয়ারম্যান পদ থে‌কে ব‌হিস্কার ক‌রে‌ছেন ‌জেলা প্রশাসক।

মন্তব্য করুন