বান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অভিযান-জরিমানা

ডাঃ মোঃ কলিম উল্লাহ : লম্বাশিয়া পাড়া, শিবাতলী পাড়া ও হরিণখাইয়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে ৭ টি ব্রিক ফিল্ডে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়। ব্রিকস ফিল্ডগুলো হল-

১) MBM ব্রিকস, প্রো: মো: মহিউদ্দিন, সাং: লম্বাশিয়া পাড়া, ফাইতং, ২) MBI ব্রিকস, প্রো: মো: এনামুল হক, সাং: শিবাতলী পাড়া, ফাইতং, ৩) UMB ব্রিকস, প্রো: আল মামুন, সাং: শিবাতলী পাড়া, ফাইতং, ৪) ABC-4, প্রো: মো: বেলাল উদ্দিন, সাং: শিবাতলী পাড়া, ফাইতং ৫) MHB ব্রিকস, প্রো: মো: রিয়াদুল ইসলাম, সাং: ফাদুর ছড়া, ফাইতং, ৬) BBM-2, প্রো: মোক্তার আহমদ, সাং: শিবাতলী পাড়া, ফাইতং, ৭) UBM ব্রিকস, প্রো: মো: অলি উল্লাহ, সাং: হরিণখাইয়া, ফাইতং, লামা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ও ৫(২) ধারা অনুযায়ী প্রতিটি ব্রিকস ফিল্ডকে =১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে =৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়।

অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। (১) পরিবেশ অধিদপ্তর, বান্দরবান; (২) লামা বন বিভাগ; (৩) লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও (৪) লামা থানার সহযোগিতায় উপজেলা প্রশাসন, লামা কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

মন্তব্য করুন