
ইন্ট্রিগ্রেটেড ডেভলপমেন্ট ফাউন্ডেশন এবং পিকেএসএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত সমৃদ্ধি এবং প্রবীণ কর্মসূচীর বার্ষিক অনুষ্ঠানে ৪ নং সুয়ালক ইউনিয়নের ৫জনকে “শ্রেষ্ঠ সন্তান” হিসেবে সম্মাননা প্রদান করেছে। আমার মতো নগণ্য ব্যক্তিকে এই ৫জনের মধ্যে অন্তর্ভূক্ত করে সম্মাননা স্মারক প্রদান করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
মূলতঃ যারা সুশিক্ষিত হয়ে যৌথ পরিবারের সমৃদ্ধি অর্জনে নিরলস ভূমিকা রাখে তাদেরকে এ সম্মাননা প্রদান করে আইডিএফ। শ্রেষ্ঠ সন্তান ভূষিত হওয়া অন্যান্যরা হলেন বাবু উদয়ন তঞ্চঙ্গ্যা, জনাব Mukter Hossion , জনাব Provon Kanty Dev এবং জনাব আব্দুল মান্নান রানা। সকলকে অভিনন্দন।
আমি মনেকরি, সম্মাননা একটি কাজের স্বীকৃতি। এ স্বীকৃতি অনুপ্রেরণা হয়ে আরো দায়িত্ববোধ বাড়িয়ে দেয়।
ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তোলে দেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা স্যার।
আইডিএফ সুয়ালক শাখার ম্যানেজার জনাব Atikur Rahman সঞ্চালনায় ও বান্দরবান এরিয়া ম্যানেজার জনাব খোরশেদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মার্মা, আইডিএফ সমৃদ্ধি কর্মসূচির সিও মহিউদ্দিন আহমেদ চৌধুরী, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল কান্তি চাকমা, সাংবাদিক Md Ali প্রমুখ। এছাড়া সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধন্যবাদান্তে-
মো: ফারুখ খাঁন তুহিন
সুয়ালক, বান্দরবান।