
শৈলুমং মার্মা (রুমা) বান্দরবান : বান্দরবান পৌর এলাকার গরীব অসহায় রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার জন্য এম্বুলেন্স এর উদ্বোধন করা হয়। এলাকায় তাৎক্ষণিক বা জরুরী পরিবহন সেবাদানের লক্ষে কাজী মোঃ মজিবর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে “নাগরিক সেবা” এ্যাম্বুলেন্স পরিবহন সেবা শুভ উদ্বোধন করেন,
বান্দরবান পার্বত্য জেলাস্থ পার্বত্য জেলা পরিষদ এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক, থানজামা লুসাই।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এসময় এলাকার আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। উক্ত এম্বুলেন্স সার্ভিস চালু হওয়ায় এলাকার সকলে আনন্দভোগ করেন এবং মহৎ উদ্দ্যােগতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।